13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৌদি আরবে মঞ্চ মাতালেন লোপেজ-সেলিন ডিওনরা

সৌদি আরবে মঞ্চ মাতালেন লোপেজ-সেলিন ডিওনরা
ছবি সংগৃহীত

রক্ষণশীল দেশ বলে পরিচিত হলেও সৌদি আরবে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে। এবার দেশটিতে ‘খোলামেলা’ পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা ও সেলিন ডিওনসহ অনেকে।

গতকাল বুধবার দেশটির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে পারফর্ম করেন তারা।

- Advertisement -

এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড। এসময় লোপেজদের সাথে আরও পারফর্ম করেন লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম ও মিসরীয় গায়ক আমর দিয়াব।

এক সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন।

সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখি পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles