14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ভুয়া তথ্য জয়ের পোস্টে

উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ভুয়া তথ্য জয়ের পোস্টে
উপদেষ্টা মাহফুজ আলম ও সজীব ওয়াজেদ জয়

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন বলে সম্প্রতি কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই দাবিটি যে ভুয়া তা ইতিমধ্যেই নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

এবার সেই ভুল তথ্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। “চেতনা” নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত “ইউনূসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনির্বাচিত ও অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিল।

- Advertisement -

এর আগে উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ভুয়া তথ্যটি ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার জানায়, ২০১৯ সালে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। নামের মিল থাকায় তাদের একই ব্যক্তি হিসেবে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। দুই মাহফুজের ছবি, জেলা, বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায়, তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। অর্থাৎ, সজীব ওয়াজেদ জয় এমন একটি তথ্য প্রচার করেছেন, যা ইতোমধ্যে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles