
একবার ভাবুন, বল হাতে ছুটে আসছেন জসপ্রিত বুমরাহ কিংবা মিচেল স্টার্ক; আর ব্যাট হাতে মুখোমুখি ১৩ বছর ২৩৪ দিন বয়সের এক ব্যাটসম্যান! আসন্ন আইপিএলে এমন দৃশ্য দেখা গেলেও যেতে পারে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করা ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর নাম উঠেছে আইপিএল নিলামের চুড়ান্ত তালিকায়।
বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও ভারতের ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেট লিগে তিনি রানের বন্যা বইয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে নাকি বিভিন্ন লিগে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন বৈভব!
বিহারের আঞ্চলিক রনধির ভার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডে লিগে বৈভব ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন ৪০০ রান। এই ব্যাটারকে এত কম বয়সে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনবে কিনা- সেটা বড় প্রশ্ন। তবে কারও কারও মতে, অল্প টাকায় বৈভবকে কিনে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার কথাও ভাবতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব সূর্যবংশী।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। এদের মধ্য থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে। তবে মাত্র ৭০ জন বিদেশি ক্রিকেটার কেনা যাবে।