1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার

বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

শনিবার রাতে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। এরপর আরিফ হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আরিফকে তার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র বলছে, বিমানবন্দর থানার একটি হত্যা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, শুনেছি তাকে ডিবিতে আনা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি খোঁজ নিয়ে বলতে হবে। পরে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, বেসরকারী টেলিভিশন মালিকদের সংস্থা এ্যাটকোর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হন আরিফ হাসান।

- Advertisement -

Related Articles

Latest Articles