11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বাংলাদেশিদের নিয়ে এবার অদ্ভুত দাবি অমিত শাহর

বাংলাদেশিদের নিয়ে এবার অদ্ভুত দাবি অমিত শাহর
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ঝাড়খণ্ডের উপজাতি মেয়েদের বাংলাদেশিরা বিয়ে করছে, এমনই এক অদ্ভুত দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (১৬ নভেম্বর) ঝাড়খণ্ডের ধানওয়ারে একটি জনসভায় তিনি বলেন, বাংলাদেশিরা ঝাড়খণ্ডে উপজাতিদের চাকরি-বাকরি হাতিয়ে নিচ্ছে এবং সেখানকার উপজাতি মেয়েদের বিয়ে করছে।

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি বেশ কিছুদিন ধরেই দাবি করছে, ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে। ক্ষমতায় গেলে তাদের সেখান থেকে বের করে দেওয়া হবে।

- Advertisement -

শনিবারের জনসভায় অমিত শাহ বলেন, ‘এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসছে। তারা পিছিয়ে পড়া গোষ্ঠীর চাকরি নিয়ে নিচ্ছে। উপজাতিদের জমি দখল করে নিচ্ছে এবং উপজাতি মেয়েদের বিয়ে করে তাদের অপমানিত করছে। আপনারা (যদি) এখানে বিজেপি সরকার গঠনের সুযোগ দেন। আমাদের সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীকে এখান থেকে ছুড়ে ফেলবে।’

অমিত শাহ আরও বলেন, তাদের সরকার উপজাতি নারীদের দখল হওয়া জমি উদ্ধারে সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

- Advertisement -

Related Articles

Latest Articles