11.8 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

কর্মফল ভোগ করছেন শেখ হাসিনা : কাদের সিদ্দিকী

 

কর্মফল ভোগ করছেন শেখ হাসিনা : কাদের সিদ্দিকী - the Bengali Times
কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর-উত্তম বলেছেন, এ দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এ রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ—তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পর পর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি। যার ফল শেখ হাসিনা ভোগ করছেন।

- Advertisement -

রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন, ‘যে মানুষটির (ভাসানী) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না; মওলানা ভাসানীর জন্ম না হলে এ ভূখণ্ডে পাকিস্তানের জন্ম হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। সেই বুজুর্গ মওলানার অনাদর দেখে খুব কষ্ট লাগে।

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। পরিবর্তনে মানুষ খুব আশা করেছিল, কিন্তু এই তিন মাসে মানুষ আশার মতো ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী-পুত্র-পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না।’

তিনি বলেন, ‘যাঁরা সরকার চালাচ্ছেন তাঁরা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন।

ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। এ জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, তাদের সম্মান করুন। যাঁদের দেশের জন্য অবদান আছে তাঁদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা করুন। অতীতকে বর্জন করে, অস্বীকার করে, কেউ পরিবর্তনের সুফল পেতে চাইলে আহম্মকের স্বর্গে বাস করছে। দুই দিন পরে তাদেরও একই ফল ভোগ করতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles