14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

৫৫ বছরের বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ষাটোর্ধ্ব ধনকুবের

৫৫ বছরের বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ষাটোর্ধ্ব ধনকুবের
জেফ বেজোস ও লরেন স্যানচেজ

আরো একবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দীর্ঘ ৮ বছর সম্পর্কে থাকার পর বান্ধবী লরেন সানচেজের সঙ্গে তার গাঁটছড়া বাঁধার গুঞ্জন উঠেছে। ২০২৩ সালের মে মাসে বেজোস ও লরেন ফ্রান্সের দক্ষিণে ছুটি কাটাতে যান। সেখানেই তার প্রমোদতরীতে লরেনকে প্রায় ৩০ কোটি টাকার একটি গোলাপি হিরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব করেছিলেন জেফ বেজোস।

দ্য সানের খবরে বলা হয়েছে, আসন্ন বড়দিনেই জমকালো আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন জেফ বেজোস ও লরেন। সেই বিয়ের প্রস্তুতিতেই নাকি তারা এখন ব্যস্ত রয়েছেন।

- Advertisement -

একটি সূত্রের বরাতে সান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাস্পেনে বসতে পারে এই তারকাখচিত বিয়ের আসর। মাঝে মধ্যেই বেজোস ও লরেনকে এই শহরে ঘুরতে দেখা যায়।

নিজেদের নতুন জীবন শুরু করার জন্য প্রিয় শহরটিকেই তারা বেছে নিতে চলেছেন।

তবে দুই তারকার বাগদান অনুষ্ঠানটিও কম আকর্ষণীয় ছিল না। বিলাসবহুল প্রমোদতরী ‘কোরু’তে আংটিবদল হয়েছিল তাদের। বিশ্বের অন্যতম ধনকুবেরের এই প্রমোদতরীতে সুইমিং পুল থেকে শুরু করে হেলিপ্যাড, সবই আছে।

নিউ মেক্সিকোয় ১৯৬৯ সালে লরেনের জন্ম। সেই হিসাব অনুযায়ী এখন তার বয়স ৫৫ বছর। লরেনের কর্মজীবন শুরু লস অ্যাঞ্জেলসের একটি টিভি চ্যানেলের ডেস্ক অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কখনো টেলিভিশনে সঞ্চালিকা, কখনো সাংবাদিক, এমনকি অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন লরেন।

এক বিখ্যাত ম্যাগাজিনের বিচারে বিশ্বের প্রথম ৫০ জন সুন্দরী নারীর তালিকায় লরেন ছিলেন অন্যতম।

নিউ ইয়র্কের একটি সাপ্তাহিক ম্যাগািজিনের ‘হট বডিজ’ প্রতিবেদনেও লরেনের নাম ছিল।
২০১৬ সাল থেকেই লরেনের সঙ্গে পরিচয় জেফের। এরপর তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জেফের আগে লরেনের জীবনে একাধিক পুরুষের প্রবেশ ঘটেছে।

২৫ বছর ধরে বেজোসের সঙ্গী ছিলেন ম্যাকেনজি স্কট। জেফের সঙ্গে ম্যাকেনজি ২৫ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। জেফ এবং ম্যাকেনজির বিচ্ছেদ ছিল বিশ্বের সবচেয়ে দামি বিচ্ছেদ।

- Advertisement -

Related Articles

Latest Articles