9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বান্ধবীকে বাঁচাতে সুইমিং পুলে ঝাঁপ দুই তরুণীর, মারা গেলেন সবাই

বান্ধবীকে বাঁচাতে সুইমিং পুলে ঝাঁপ দুই তরুণীর, মারা গেলেন সবাই
ছবি সংগৃহীত

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাঙ্গালুরুতে। ছুটি কাটাতে সেখানকার সমুদ্র সৈকতের কাছে একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিন বান্ধবী। কিন্তু ঘুরতে গিয়ে তিনজনই চলে গেলেন না ফেরার দেশে। ওই তিন বান্ধবী রিসোর্টের সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেছেন। সিসিটিভির ফুটেজে সেই চিত্র ধরা পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিহত তিনজন হলেন- নিশিতা এমডি (২১), পার্বতী এস (২০) এবং কার্তানা এন (২১)। তারা তিনজনই ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিল। ছুটিতে ভাজকো সমুদ্র সৈকতের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে একটি সুইমিং পুলে নেমে এমন করুণ পরিণতি ডেকে আনে।

- Advertisement -

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজনের মধ্যে একজন সুইমিং পুলে নামার পর হঠাৎ করে এর গভীরে চলে যায়। এ সময় আরেকজন তাকে বাঁচাতে পুলে নেমে পড়েন। কিন্তু সেও চেষ্টা করে ব্যর্থ হলে তৃতীয়জন তাদের দু’জনকে বাঁচাতে গেলে তিনজনই পানিতে ডুবে মারা যায়।

পুলিশ জানিয়েছে, তাদের মৃতদেহ পুলে ভাসতে দেখে রিসোর্টের একজন কর্মী পুলিশকে খবর দেয়। তবে ঘটনার সময় সেখানে কোনও লাইফ গার্ড ছিল না। এমনকি পুলের গভীরতা সম্পর্কে কোনও নির্দেশনাও ছিল না।

মালালুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রিসোর্টে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles