0 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

‘মেহজাবীন আপুর সঙ্গে আমার চেহারার মিল নেই’

‘মেহজাবীন আপুর সঙ্গে আমার চেহারার মিল নেই’
মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী

প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি।
ছোটপর্দায় অভিষেকের পর থেকেই মালাইকার মাঝে মেহজাবীনের ছায়া খুঁজে পাচ্ছেন ভক্তরা। অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন।

বিষয়টি নিয়ে মালাইকা বলেন, অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।

- Advertisement -

মালাইকা আরও বলেন, আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।

এক প্রশ্নের জবাবে মালাইকা বলেন, এটা তো কোনো প্রতিযোগিতা না যে আমাকে ছাড়িয়ে যেতে হবে। আমি অভিনয় করতে এসেছি, নিজের কাজটা করে যাব। আপুও তার কাজটাই করবে।

মালাইকা আরও বলেন, জোভান ভাইয়ার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। তিনি অনেক সাপোর্টিভ ফ্রেন্ডলি। শুটিংয়ের সময় কিছু ভুল হলে বুঝিয়ে দিত। পাশাপাশি অনেক মোটিভেট করেছে।

নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকা বলেন, প্রথমে আমি জানতাম না নাটকে অভিনয় করব। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।

তিনি আরও বলেন, এখন অভিনয় জগতে এসেছি প্রথম কাজটা দেখি তারপরে যদি আমার নিজের কাছে ভালো লাগার পাশাপাশি দর্শকদের ভালো লাগে তাহলে অভিনয় জগতে কাজ করব।

- Advertisement -

Related Articles

Latest Articles