-3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

সম্ভাব্য ভাড়া কারসাজির তদন্ত দাবি করেছে এনডিপি

সম্ভাব্য ভাড়া কারসাজির তদন্ত দাবি করেছে এনডিপি
এনডিপি এমপি আলেক্সান্ডার বুলেরিস

কানাডিয়ান কর্পোরেট ল্যান্ডলর্ডরা একই এআই সফটওয়্যার ব্যবহার করছে কিনা তা তদন্ত করে দেখার জন্য কম্পিটিশন ব্যুরোর প্রতি আহ্বান জানিয়েছে এনডিপি। একই এআই সফটওয়্যার ব্যবহার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যান্টিট্রাস্ট মামলাও হয়েছে।

আবাসন সফটওয়্যার কোম্পানি রিয়েলপেজ ইনর্কোরেশনের বিরুদ্ধে গত মাসে মামলাটি দায়ের করে মার্কিন বিচার বিভাগ। মামলায় কোম্পানিটির বিরুদ্ধে অবৈধ স্কিম ব্যবহারের অভিযোগ আনা হয়েছে, যা বাড়ির মালিকদের ভাড়া বৃদ্ধিতে পান্সপরিক সমন্বয়ের সুযোগ করে দেয়।

- Advertisement -

মামলায় বলা হয়েছে, কোম্পানিটি তাদের অ্যালগোরিদমের মাধ্যমে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে। দেশজুড়ে লাখ লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া সুপারিশের জন্য এই অ্যালগরিদম ব্যবহার করে থাকে বাড়ির মালিকরা।

এনডিপি এমপি আলেক্সান্ডার বুলেরিস ও ব্রায়ান ম্যাসে কমিশনার ম্যাথিউ বসওয়েল বরাবর এক্িট চিঠি লিখেছেন, যেখানে কানাডিয়ান বাড়ির মালিকরাও একই সফটওয়্যার ব্যবহার করছেন কিনা তা খতিয়ে দেখতে ব্যুরোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভাড়া বৃদ্ধিতে অ্যালগরিদম প্রাইসিং টুল কীভাবে ব্যবহার করা হচ্ছে তা সম্পর্কে উত্তর জানার অধিকার কানাডিয়ানদের রয়েছে। সেই সঙ্গে কানাডার রেন্টাল মার্কেটে এই চর্চা কতটা ব্যাপক তা জানারও অধিকার রয়েছে কানাডিয়ানদের।

ব্যুরো যে চিঠিটি পেয়েছে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র তা নিশ্চিত করেছেন। তবে বিষয়টি তদন্ত করা হবে কী হবে না সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এক ইমেইলে মুখপাত্র ইমানুয়েল মরিন বলেন, কোনো বিষয়ে উপসংহারে পৌঁছানোর আগে ব্যুরোকে তার পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। প্রতিযোগিতা আইন লঙ্ঘিত হয়েছে কিনা সেটা জানতেই এই পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আইনের আওতায় উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন কোনো কর্মকা-ের প্রমাণ যদি আমরা পাই তাহলে ব্যুরো সে ব্যাপারে ব্যবস্থা নেবে।

গত কয়েক বছর ধরে কানাডায় বাড়ি ভাড়া অব্যাহতভাবে বাড়ছে। রেন্টালসডটসিএ এবং আরবানেশনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে দাবি করা ভাড়া গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি ছিল। গত তিন বছরের মধ্যে এটাই বাড়ি বৃদ্ধির সবচেয়ে শ্লথ গতি। আগস্টে বাড়ি ভাড়া চাওয়া হয় গড়ে ২ হাজার ১৮৭ ডলার।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles