
শহরের প্রোপার্টিতে জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিষিদ্ধে পদক্ষেপ নিয়েছে টরন্টো সিটি কাউন্সিলর। অটোয়া এবং মন্ট্রিয়লসহ কানাডাজুড়ে গ্রিনওয়াশিংকে লক্ষ্যবস্তু করতে সিটি স্তরে যে একাধিক উদ্যোগ এটি তার মধ্যে সর্বশেষ। গ্রিনওয়াশিং হচ্ছে বিজ্ঞাপনের একটি টার্ম, যা বিভ্রান্তিকর অথবা ভুয়া পরিবেশগত দাবি।
কাউন্সিলররা বৃহস্পতিবার একটি প্রস্তাব পাশ করেন, যাতে সম্ভাব্য নিষিদ্ধের খসড়ার ব্যাপারে আগামী বছরের মধ্যে প্রতিবেদন দিতে সিটি কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জীবাশ্ম জ্বালানি সমর্থন করে দেওয়া বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধের ঘাটতি এখানে থাকলেও পরিবেশবাদী গ্রুপগুলো বলছে, প্রথম পদক্ষেপ হিসেবে একে সাধুবাদ জানানো যায়। কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স ফর দ্য এনভায়রনমেন্টের মুখপাত্র ড. মিলি রয় বলেন, প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে এটা খুবই প্রয়োজনীয় এবং অবিশ্বাস্য রকমভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ। কারণ, বিজ্ঞাপনের এসব চর্চা জনগণকে বিভ্রান্ত করছে এবং জীবাম্ম জ্বালানি থেকে আামাদের উত্তরণকে বিলম্বিত ও লক্ষচ্যুত করছে।
প্রস্তাবে বলা হয়েছে, কোনো বিজ্ঞাপন যদি সিটির কর্বমমুক্ত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ফেডারেল আইন অনুযায়ী হয় তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে। গত জুনে অ্যান্টি-গ্রিনওয়াশিং বিধি প্রতিযোগিতা আইনে যুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে যে, জলবায়ু পরির্বতনের অনথিভুক্ত প্রভাব এবং জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও পোড়ানোর পরিবেশগত ঝুঁকি সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে তারা বিজ্ঞাপণ ব্যবহার করছে।
বৃহস্পতিবারের প্রস্তাবের ভূমিকায় বলা হয়েছে, কার্বন নিঃসরণমুক্ত নীতিগুলোকে খাটো করতে কোম্পানিগুলো তাদের প্রভাব কাজে লাগাচ্ছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.