-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বিটকয়েন চাঁদাবাজি নিয়ে সতর্ক করল পুলিশ

বিটকয়েন চাঁদাবাজি নিয়ে সতর্ক করল পুলিশ
বিটকয়েন চাঁদাবাজি নিয়ে সতর্ক করল পুলিশ

বিটকয়েন চাঁদাবাজি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে হ্যামিল্টন অ্যান্ড পিল রিজিয়ন পুলিশ। এই প্রতারণার কৌশল হিসেবে প্রতারকরা দ্রুত বিটকয়েন হস্তান্তর না করলে বিভিন্ন ব্যক্তির কাছে তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল পাঠিয়ে থাকে। এ ধরনের প্রতারণা সংক্রান্ত অসংখ্য অভিযোগ পেয়েছে বলে ২১ সেপ্টেম্বর জানিয়েছে পুলিশ।

এ ধরনের একটি কপিতে দেখা গেছে, প্রতারকরা ভুক্তভোগীদের লিখেছে, একটি অ্যাডাল্ট ওয়েবসাইট ভিজিট করার পর ম্যালওয়্যার ইনস্টল করা হয়েছে এবং তার ডিভাইসের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

- Advertisement -

ইমেইলে লেখা হয়েছে, আমি আপনার ডিসপ্লের সবকিছুই দেখতে পারি এবং আপনি সেটা জানতেও পারবেন না। এবং আপনার সব ইমেইল, যোগাযোগের ঠিকানা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এখন আমার নিয়ন্ত্রণে।

বিটকয়েন চাঁদাবাজি নিয়ে সতর্ক করল পুলিশ
এই প্রতারণার কৌশল হিসেবে প্রতারকরা দ্রুত বিটকয়েন হস্তান্তর না করলে বিভিন্ন ব্যক্তির কাছে তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল পাঠিয়ে থাকে

প্রতারকরা এরপর বলে, তারা আপনাকে বেশ কিছুক্ষণ ধরে মনিটর করছে এবং আপনার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এখন তার হাতে। একদিনের মধ্যে বিটকয়ের স্থানান্তর না করলে সবগুলো ভিডিও এবং ফুটেজ তারা তার সঙ্গে পরিচিতজনদের কাছে পাঠিয়ে দেবে।

হ্যামিল্টন পুলিশের সরবরাহ করা এই ইমেইলটিকে ভুক্তভোগীর কাছ থেকে ১ হাজার ৯৫০ ডলার দাবি করা হয়। পিল রিজিয়নাল পুলিশের শেয়ার করা আরেক ইমেইলে প্রতারকরা এক ভুক্তভোগীর কাছে দাবি করে ২ হাজার ডলার।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার ক্ষেত্রে সন্দেহভাজনরা ভুক্তভোগীর বাড়ির ছবির পাশাপাশি ব্যক্তিগত সব তথ্য যেমন তার নাম ও ফোন নাম্বার ইমেইলে যুক্ত করে, যাতে করে ভুক্তভোগী বিশ^াস করতে বাধ্য হন যে, প্রতারক তাকে ভালোভাবে চেনে।

- Advertisement -

Related Articles

Latest Articles