7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, যুবদল নেতা গ্রেফতার

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, যুবদল নেতা গ্রেফতার

যুবদল নেতা শোভনকে গ্রেফতার করেছে পুলিশ

বরিশাল নগরীতে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় যুবদল নেতা শোভনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

- Advertisement -

গ্রেফতার হওয়া ইরমান আলী শোভন রুপাতলি নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। তিনি ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

ধর্ষণের শিকার কাউনিয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী তরুণী বলেন, মঙ্গলবার বিকালে তার বন্ধুর সঙ্গে রুপাতলি এলাকায় ঘুরতে গেলে শোভনসহ তিন চারজন তাকে একটি রুমের ভেতর নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। আর তার সঙ্গে থাকা বন্ধু সজলকে মারধর করে মোটরসাইকেল আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পাওয়ায় সজলকে বেধড়ক মারধর করে। এরপর বুধবার সকালে কৌশলে পালিয়ে গিয়ে তরুণীর বন্ধু সজল বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। সেসময় শোভনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে গেছে।

এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।

ওসি বলেন, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles