
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ছাত্রের সঙ্গে যৌন সর্ম্পক করায় এক শিক্ষিকাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষিকার নাম ম্যালিসা কার্টিস।
বৃহস্পতিবার ফক্স ফাইভ ডিসির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ৩২ বছর বয়সী ম্যালিসা ২০২৩ সালের ৭ নভেম্বর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে নাবালককে যৌন নির্যাতন এবং চতুর্থ মাত্রার যৌন অপরাধের একাধিক অভিযোগ আনা হয়।
মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ওই শিক্ষিকা অষ্টম শ্রেণির ওই ছাত্রকে অ্যালকোহল ও গাঁজা সরবরাহ করতেন। এছাড়া তার সঙ্গে ২০ বারের বেশি যৌন সম্পর্ক করেছেন। আদালত তাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং ৫ বছর শোধনাগারে রাখতে বলেছেন।