9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক: ব্যারিস্টার সুমন

আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক: ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সুমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে নামার সময় তিনি কেঁদে কেঁদে বলেন, আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক। দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি। মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি।

এদিকে ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান এ আদেশ দেন।

- Advertisement -

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা চুনারুঘাট থানার সাব- ইন্সপেক্টর (নিরস্ত্র) লিটন রায় উক্ত মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো ও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রার্থনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যারিস্টার সুমনের পরোক্ষ হুকুমে ছাত্র-জনতার উপর হামলা চালানো হয়। এতে কয়েকজন ছাত্র আহত হন। এ ব্যাপারে গত ১১ নভেম্বর চুনারুঘাট যুবদলের আহ্বায়ক মো. নাছির উদ্দীন বাদি হয়ে সুমনকে ১নং আসামি করে ৯৮ জনের নামে ও ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে ঢাকায় দায়ের করা অপর হত্যা মামলায় আটক সুমনকে বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে আদালতে নিয়ে আসার সময় দুপুর ১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়েন।

তুমুল হট্টগোলের মধ্যে সংক্ষিপ্ত শুনানি শেষে ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে একই মামলার গ্রেপ্তার অপর আসামি চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞেসাবাদের নির্দেশ দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles