9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সামনে থেকে নেতৃত্ব দিয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব

সামনে থেকে নেতৃত্ব দিয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব
ম্যাচ হারায় সাকিবের দারুণ বোলিংটা কাজে লাগেনি বাংলা টাইগার্সের ছবি ফেসবুক থেকে

জয় দিয়ে আবুধাবি টি-টেন শুরু করতে হলে শেষ ওভার করতে আসা বাংলা টাইগার্সের পেসার ডেভিড পেইনকে দারুণ কিছু করতে হতো। কিন্তু বাঁহাতি পেসার তা করতে পারেননি। ফল স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স।

জয় পেতে হলে ৬ বলে ১২ রানের সমীকরণ আটকে দিতে হতো পেইনকে।

- Advertisement -

কিন্তু ইংল্যান্ডের পেসার ১ বলেই ছক্কা হজম করলেন। দ্বিতীয় বলে দিলেন ১ রান। ফিরতি বলে করিম জানাত ছয় মেরে বাংলা টাইগার্সের আশা ধূলিসাৎ করে দিলেন। এর আগে অবশ্য দারুণ বোলিং করেছিলেন অধিনায়ক সাকিব।

সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বোলিং কোটার ২ ওভারে ২ ব্যাটারকে আউট করে ম্যাচের ফল নিজেদের দিকে হেলে দিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১৫ রানে তার শিকার দুই ব্যাটার হচ্ছেন ফাফ ডু প্লেসিস (২৯) ও প্রতিপক্ষের অধিনায়ক রোহান মুস্তাফা (৭)।
তবে পঞ্চম উইকেটে জ্যাক টেইলরের সঙ্গে ২০ বলে ৪০ রানের জুটি গড়ে স্যাম্প আর্মিকে ৩ বল হাতে রেখে জয় এনে দেন জানাত।

আফগানিস্তানের অলরাউন্ডারের ১৫ রানের বিপরীতে ২৭ রানে অপরাজিত থাকেন টেইলর।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স। ৪ চার ও ৬ ছক্কায় ২২৯.৬২ স্ট্রাইকরেটে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন দাসুন শানাকা। কিন্তু ম্যাচ হারায় তার বিধ্বংসী ইনিংসটি কাজে আসেনি দলের। অন্যদিকে ৩৫ রানে অপরাজিত ছিলেন হজরতউল্লাহ জাজাই।

 

- Advertisement -

Related Articles

Latest Articles