
ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এখন জনপ্রিয়তার তুঙ্গে। খুব শিগগিরই তাকে দেখা যাবে সেন্থিল নাল্লাসামি পরিচালিত রাক্কায়িতে। ২০১১ সালের তেলেগু চলচ্চিত্র শ্রী রাম রাজ্যমে সীতার ভূমিকায় নয়নতারা অভিনয় করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ছবিটির মুক্তির আগে নয়নতারার সঙ্গে প্রভু দেবার সম্পর্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কারণ প্রভু দেবা তখনও বিবাহিত ছিলেন।
তেলঙ্গানার হিন্দুত্ববাদী দল হিন্দু মাক্কল কাঁচির সাবেক সম্পাদক অভিনেত্রী সম্পর্কে অভিযোগ করেছিলেন, ‘এপিকটি ‘এক পুরুষ, এক নারী’-এ ধারণায় ভিত্তি করে, কিন্তু নয়নতারা আরেকজন নারীর স্বামী হরণ করেছে, তাই তার সীতার ভূমিকা পালনের কোনো অধিকার নেই।’
ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন: সারজিসছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন: সারজিস
তবে এসব সমালোচনার পরও অভিনেত্রী তার কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারটেল নামক ডকুমেন্টারিতে প্রকাশ পায়, তিনি শুটিংয়ের সময় কোনো প্রকার সমালোচনার প্রভাব না মেনে দৃঢ়ভাবে সীতার চরিত্রে অভিনয় করেন।
ছবির এক সহকারী বলেন, ‘নয়নতারা সীতার চরিত্রে অভিনয় করার জন্য প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত এসব প্রতিকূলতা কাটিয়ে চরিত্রটির প্রতি দৃঢ়তা বজায় রেখেছিলেন।’
এছাড়াও ডকুমেন্টারিটি থেকে জানা যায়, শুটিং চলাকালীন নয়নতারা একটি নন ভেজটেরিয়ান হোটেলে অবস্থান করলেও, তিনি নিজের জন্য শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করেছিলেন। এমনকি শুটিং শেষ না হওয়া পর্যন্ত হোটেল থেকে পানিও পান করেননি।
এদিকে, নয়নতারা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির জন্য একটি নতুন বিতর্কেও জড়িয়েছেন। অভিনেতা ধানুশ তার চলচ্চিত্র নানুম রাউডি ধান-এর কিছু বিহাইন্ড-দ্য-সিন ফুটেজ ব্যবহারের অভিযোগে নয়নতারা ও নির্মাতা ভিগনেশ শিবনকে ১০ কোটি টাকা দাবি করে আইনি নোটিশ পাঠান। এমনকি ট্রেলারে ৩ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করায় ধানুশ তার বিরুদ্ধে মামলা করেছিলেন।
এভাবেই একদিকে অভিনয় দক্ষতা ও চরিত্রের প্রতি কঠোর মনোভাব, অন্যদিকে আইনি সমস্যায় জড়িয়ে নয়নতারা যেন তার ক্যারিয়ারে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।