2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

হঠাৎ কেন পরীমণি জড়িয়ে ধরলেন শাকিব খানকে?

হঠাৎ কেন পরীমণি জড়িয়ে ধরলেন শাকিব খানকে? - the Bengali Times
ছবি সংগৃহীত

হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত।

- Advertisement -

পরীমনি,অপি করিম , বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। শাকিব খান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনেক নায়িকাদের যুক্ত করিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles