-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

প্রেমিকের কান টেনে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখকন্যা!

প্রেমিকের কান টেনে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখকন্যা!
ছবি সংগৃহীত

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার আজ ২৪তম জন্মদিন। এ উপলক্ষে বিভিন্নজনের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে! তবে একটি বিশেষ বার্তা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তার কথিত বান্ধবী এবং শাহরুখ খানের মেয়ে সুহানা খানের একটি কৌতুকপূর্ণ পোস্ট। যা নজর কেড়েছে ভক্ত থেকে সেলিব্রিটি সবার।

ইনস্টাগ্রাম স্টোরিতে অগস্ত্য নন্দার সঙ্গে একটি ছবি শেয়ার করে এক ভিন্নধর্মী শুভেচ্ছা জানিয়েছেন সুহানা। যেখানে শাহরুখকন্যাকে দেখা যাচ্ছে অগস্ত্যর কান টেনে ধরে থাকতে। এবং দু’জনে মন খুলে হাসছেন। শুভেচ্ছাবার্তায় সুহানা লিখেছেন, ‘শুভ জন্মদিন।’

- Advertisement -

ইতিমধ্যেই ‘দ্য আর্চিজ়’ ছবিতে অমিতাভ বচ্চনের নাতির অভিনয় দেখেছে দর্শক। তবে অভিনয়ে পা রাখার আগে থেকেই চর্চায় তিনি। বলিউডের আর এক তারকা সন্তান সুহানা খানের সঙ্গে তার নাম জড়িয়েছে একাধিকবার। বলিপাড়ায় বহু দিন ধরেই গুঞ্জন, অগস্ত্য ও সুহানা নাকি সম্পর্কে। তবে কেউই এই বিষয়ে এখনো মুখ খোলেননি। অগস্ত্যের জন্মদিনে কি পরোক্ষ ভাবে গুঞ্জনে সিলমোহর দিলেন সুহানা?

হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিসহাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস
তাদের ডেটিংয়ের গুজবও বেশ কিছুদিন ধরে অনলাইনে ভাসছে। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। যদিও তারা তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে বাবা শাহরুখ খানের সঙ্গে ‘দ্য কিং’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন সুহানা। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। অপরদিকে বড় পর্দায় অভিষেক নিয়ে অগস্ত্যও কাজ করছেন। জানা গেছে, অগস্ত্য চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘবনের এককিসে প্রধান চরিত্রে অভিনয় করবেন। দীনেশ ভিজান প্রযোজিত ‘এককিস’ ১৯৭১ সালের যুদ্ধের নায়ক অরুণ ক্ষেত্রপালের বায়োপিক এবং এতে ধর্মেন্দ্রও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles