17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘যতবার দেখা হয়, সালমানের থেকে কিছু নিয়ে ফিরি’

‘যতবার দেখা হয়, সালমানের থেকে কিছু নিয়ে ফিরি’ - the Bengali Times
হিনা খান ও সালমান খান

বলিউড অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কাজ থামিয়ে রাখেননি, একের পর এক কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, কাজই তার মনের জোর বাড়াচ্ছে। অসুস্থতার মধ্যেই হিনা গেছেন ‘বিগবস ১৮’র মঞ্চে। সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে দেখা করেন সালমান খানের সঙ্গে।

‘বিগবস ১১’-তে যোগ দিয়েছিলেন হিনা। দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি, সেই সময়েও সঞ্চালক ছিলেন সালমান। আর এবার সালমানের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসলেন। ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন ভাইজানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা।

- Advertisement -

হিনা জানান, দেখা হলেই সালমানের থেকে কিছু নিয়ে ফিরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এই বিনয়ী মানুষটার সঙ্গে যতবার দেখা হয়, বুঝি ওর থেকে কিছু না কিছু নিয়ে ফিরব আমি। যদিও এবারের সাক্ষাৎ কিছুটা আলাদা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরেও আমার সঙ্গে দেখা করলেন সালমান, এই বিষয়টি আমার মন ছুঁয়ে গেছে।’

পর্দায় এক মঞ্চে দু’জনকে একসঙ্গে দেখা যাবে। তবে ক্যামেরার পিছনেও হিনার সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছেন সালমান। হিনার কথায়, “আমাকে ডেকে নিয়ে বসলেন। প্রায় এক ঘণ্টা কথা বললেন, আমার চিকিৎসার খুঁটিনাটি জানলেন।

এরপর বলেন, ‘শুধু কথা বলেই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন। নিজের অভিজ্ঞতা ও জ্ঞানই শুধু আমার সঙ্গে ভাগ করে নিলেন এমন নয়। তিনি নিশ্চিত করেছেন, আমি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাকে ভরসা দিয়েছেন, আমি সুস্থ হয়ে যাব।’

হিনা তার পোস্টে আরও লেখেন, ‘এগুলো কিন্তু সলমন না বললেও পারতেন কিন্তু ব্যস্ততার মধ্যেও এটা তিনি করলেন। এটাও একটা শিক্ষা, আমি এই সাক্ষাৎ জীবনেও ভুলব না। সালমান এমন একটা মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে সব সময়ের মতো শ্রদ্ধা জানাই।’

- Advertisement -

Related Articles

Latest Articles