
মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এই আদেশ দেন।
এর আগে ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রবিবার প্রথমবারের মতো জেলার আদালতে হাজির করা হয়। তাদের আদালতে তোলার খবরে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় করেন আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী। এ সময় দুজনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আনোয়ার হোসেন আরমিন বলেন, দুই মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজহান খান ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপকে মাদারীপুর আদালতে শুনানির জন্য হাজির করা হয়। পরে তাদের শুনানির শেষে জেল হাজতে প্রেরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বেলা সাড়ে ১১টায় পুলিশের একটি প্রিজন ভ্যান আদালত চত্বরে এসে পৌঁছলে ভ্যানটিকে ঘিরে ধরেন শাজাহান খান ও সোবহানের অনুসারীরা। প্রিজন ভ্যান থেকে নামার পর শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দেন তারা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি।
এয়ার ফ্রেশনার রিফিল করতে গিয়ে ১০ জন দগ্ধএয়ার ফ্রেশনার রিফিল করতে গিয়ে ১০ জন দগ্ধ
শাজাহান খান ও সোবহানকে আদালতের তৃতীয় তলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে সেখানেও ভিড় করেন তাদের অনুসারীরা। আদালতের কাঠগড়ায় অন্য আসামিদের মতো আলোচিত এই দুই নেতাকে তোলা হয়নি। তাদের কাঠগড়ার পাশে দুটি কাঠের চেয়ারে বসতে দেওয়া হয়। পরে শুনানি শুরু হলে দুজনই দাঁড়িয়ে বিচারকের কাছে নিজেদের নির্দোষ দাবি করে মুক্তির আকুতি জানান। আদালতে কমপক্ষে ৩০ আইনজীবী শাজাহান খান ও সোবহানের পক্ষে জামিনের জন্য আবেদন জানান। ১৫ মিনিট জামিন শুনানি শেষে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদ সন্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় সাবেক এই দুই সংসদ সদস্যকে। পরে রবিবার বেলা সাড়ে ১১টায় তাদের মাদারীপুর আদালতে তোলা হয়।