
স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঠাণে এলাকা থেকে ২৯ বছরের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামী যখন আত্মহত্যা করছিলেন, তখন বাধা না দিয়ে ভিডিও করছিল তার স্ত্রী।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঠাণের ওয়াঘলে এস্টেট এলাকায় থাকতেন ওই দম্পতি। প্রতিবেশীদের দাবি, প্রায়ই ঝগড়া করতেন দু’জন। গত ২০ নভেম্বর ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
অভিযোগ উঠেছে, সে সময় তার স্ত্রী সেই ঘটনার ভিডিও তুলে রাখেন। আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় শুক্রবার পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মৃতের মা। অভিযোগে বলা হয়, ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন পুত্রবধূ। সেই অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।