10.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

শাকিব খানকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!

শাকিব খানকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!
শাকিব খান ও অপু বিশ্বাস

প্রশ্নটা তখনই সৃষ্টি হয়েছিল, যখন এক ছাদের নিচে ঢালিউডের একঝাঁক তারকার মিলনমেলা হলেও সেখানে অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সেই প্রশ্নের ধোঁয়াতেই যেন নতুন করে বাতাস লাগলো।

গত ১৯ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।

- Advertisement -

যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।

একঝাঁক তারকার এই উপস্থিতিতেও দু’জনকে খুঁজেছেন ভক্তরা। তারা হলেন নায়কের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউডের প্রায় সকল নায়িকাই শাকিব খানের নতুন এই ক্যাম্পেইনে হাজির হলেও দেখা মেলেনি অপু-বুবলীর।

এরপরই সৃষ্টি হয় নানা গুঞ্জন। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেন অপু বিশ্বাস। রোববার (২৪ নভেম্বর) রাতে হঠাৎ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ঠাট্টা করে লিখেছেন, ‘লেট পোস্ট। শুভ টয়লেট দিবস, ২০ নভেম্বর’। এরপরই অট্টহাসির একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

অপুর সেই পোস্ট দেখে ভক্তরাও মনে করছেন, পরোক্ষভাবে শাকিব খানকেই খোঁচা দিয়েছেন অপু। যেই দিবস ৪ দিন আগে পালন হয়ে গেছে, সেটা নিয়েই এতদিন পর তার ফেসবুক স্ট্যাটাসের পেছনে কোনো কারণ অবশ্যই রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles