9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সালমানের সঙ্গেই তাহলে ঘর বাঁধছেন ইউলিয়া

সালমানের সঙ্গেই তাহলে ঘর বাঁধছেন ইউলিয়া - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তাকে নিয়ে বেশ আলোচনা নেটিজেনদের মাঝে। খ্যাতনামা কাহিনি-চিত্রনাট্যকার সেলিম খানের জন্মদিনে অন্তরঙ্গ ছবি দিতেই হবু শ্বশুর-বউমার সমীকরণ দেখে চোখ কপালে বলিপাড়া।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বলিউডের খ্যাতনামা কাহিনি-চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে রোমানীয় সুন্দরী গায়িকা ইউলিয়া ভন্তুরের সমীকরণ দেখে চক্ষু ছানাবড়া সালমান ভক্ত-অনুরাগীদের।

- Advertisement -

সদ্য জন্মদিন পালন করলেন সেলিম খান। ৮৯ বছরে পা দিলেন তিনি। সালমান থেকে পরিবারের প্রত্যেকে তো বটেই, বলিউডের তাবত তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সবার নজর কেড়েছে সালমানের আলোচিত প্রেমিকার পোস্ট, যা দেখে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দর্শকমহলে।

এমন চর্চা শুরু হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণও রয়েছে। প্রবীণ কাহিনি-চিত্রনাট্যকারকে ইউলিয়ার শুভেচ্ছাবার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করে নেওয়া ছবি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সেলিম খানের বুকে তার মাথা। সেলিমও তাকে কন্যাস্নেহেই জড়িয়ে রয়েছেন—এমন ছবিটি নেটিজেনদের মাঝে ভাইরাল।

গায়িকা লিখেছেন— আমার পছন্দের সেরা মানুষের মধ্যে অন্যতম মানুষটির জন্মদিন। সেলিম খান ভারতকে নিজের ঘরবাড়ি ভাবতে শিখিয়েছেন। ওর কাছে আজীবন কৃতজ্ঞ আমি। ইউলিয়ার মতে, পরিবারকে এক সুতায় বেঁধে রাখার উদাহরণ যদি কেউ তৈরি করতে পারেন, সেটি এক এবং একমাত্র সেলিম খান। বিশেষ দিনে ঈশ্বরের কাছে সেলিমের নীরোগ জীবনের প্রার্থনা জানালেন ইউলিয়া। সেলিম আগামীতে যাতে আরও ভালো ভালো ছবির চিত্রনাট্য লিখতে পারেন সেই শুভেচ্ছাও জানাতে ভোলেননি ছেলের বান্ধবী।

বলিউড জানে, সালমানের প্রেমিকার সঙ্গে অসংখ্য এবং অদ্ভুতভাবে প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক তার। ব্যতিক্রম অবশ্যই ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু রোমানীয় সুন্দরী গায়িকার মতো করে কেউ সেলিম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি।

সেই দেখেই অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা, তা হলে কি সালমান আত্মসমর্পণ করছেন ইউলিয়ার কাছেই? এমন ভাবনার পিছনে অবশ্য আরও কারণ রয়েছে। অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক কিংবা পরিবারিক জমায়েত— সব জায়গায় সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা যায় তাকে।

এবার সালমানকে নিয়ে নিজের মনের কথা বলে ফেললেন ইউলিয়া! সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান ইউলিয়া। যদিও সালমানকে দেখা যায়নি। সেই মুহূর্তে সালমানের প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, আমি ওকে কি ভুলতে পারি, আমার মনেই আছেন উনি।

- Advertisement -

Related Articles

Latest Articles