5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

‘আমি তোমাদেরই লোক, এই আমার পরম পাওয়া’

‘আমি তোমাদেরই লোক, এই আমার পরম পাওয়া’
ভক্তদের সঙ্গে পরীমনি

নানা সময়ে আলোচনায় থাকেন পরীমনি। কখনো বিচ্ছেদ, কখনো প্রেম। এসব ছাপিয়েও ব্যক্তিগত রাখঢাক না রাখা জীবনে নানা ঘটনায় তাকে ঘিরে তৎপর থাকে মিডিয়া। যেমন কদিন আগে তার সাবেক স্বামীর মৃত্যু নিয়ে আলোচনা হয়েছে।

সেসব নিয়ে কথাও বলেছেন এই নায়িকা।

- Advertisement -

এদিকে গত ২৩ নভেম্বর ছিল তার নানার প্রথম মৃত্যুবার্ষিকী। যে কারণে বরিশালে গেছেন তিনি। সেখানে যাওয়ার পর খবর পান তার প্রথম স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনায়।

এর এক দিন পরই অভিনেত্রীর প্রথম সিনেমার পরিচালকও পাড়ি জমালেন না ফেরার দেশে।

কিছুদিন আগে এই নায়িকার নতুন সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পেয়েছে। সেটা নিয়ে তুমুল আলোচনাও হয়েছে। তবে এসবের মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই ব্যক্তিজীবনের নানা মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে।

বর্তমানে তিনি বরিশাল রয়েছেন। সেখান থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। সেই ভিডিওতে দেখা যায়, ‘সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছে! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুলপড়ুয়া সেই শিক্ষার্থীরা পরীর বাড়িতে ভিড় করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে একনজর দেখার জন্য উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?

এর পরই তাদের বিকেলে আসার কথা বলেন নায়িকা।

তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিল না, সঙ্গে ছিল এলাকার আরো কিছু সাধারণ উৎসুক মানুষও। পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। ছবি তোলা শেষে পরীমনির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানুবাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কী লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক, এই আমার পরম পাওয়া।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই পরীমনির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘরে ভালোবাসায় ভরিয়ে দেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles