9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলবেন না

সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলবেন না
ছবি সংগৃহীত

দিনের বেশিরভাগ সময় কাটে অফিসে সহকর্মীদের সঙ্গে। এক সঙ্গে কাজ করা, আড্ডা দেওয়ার ফাঁকে অনেক গল্প করা হয় তাদের সঙ্গে। তবে সহকর্মী যতই ঘনিষ্ঠ হোক না কেন, কিছু ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করা উচিত নয়। কেননা তারা বন্ধুর মতো হলেও বন্ধু নয়। আপনার গোপন ও না জানা কথাগুলো জেনে ফেললে কখনো হয়তোবা আপনাকেই ওই কথা দিয়ে অপমানিত করবে। কিংবা আপনার গোপন কথাগুলো অন্যদের কাছেও ছড়িয়ে যাবে।

আর্থিক অবস্থা
আপনার আর্থিক অবস্থা, পরিবারের সম্পদ ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অফিসে না বলাই ভালো। আপনার আয় কত, সংসার চালানোর জন্য আপনাকে মাসে কত টাকা ব্যয় করতে হয়, কোথায় কত টাকার সঞ্চয় রয়েছে, এ সব আলোচনাও সহকর্মীদের সঙ্গে করবেন না।

- Advertisement -

পরনিন্দা-পরচর্চা
কাজের জায়গায় সবাইকে পছন্দ হবে বিষয়টা এমন নয়। আপনার বন্ধু হয়ে ওঠা সহকর্মীর কাছে অপছন্দের সহকর্মীর চর্চা করবেন না। আবার কাজ করতে গিয়ে কারো সাথে কথা কাটাকাটি বা মনোমালিন্য হলে সে কথাও সহকর্মীকে জানাবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, ম্যানেজার কাউকে নিয়েই কোনো আলোচনা করবেন না।

সম্পর্কের টানাপোড়ন
অনেকেই ব্যক্তিগত জীবনের টানাপোড়নের কথা সহকর্মীর সঙ্গে শেয়ার করেন। ব্যক্তিগত জীবনে আপনি কী-কী করছেন, কার সঙ্গে ডেটে যাচ্ছেন, দাম্পত্য জীবনে কী চলছে—এই ধরনের কথা সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না। এতে আপনার পেছনে আপনাকে নিয়ে মজা ও ঠাট্টা হতে পারে।

রাজনীতি নিয়ে আলোচনা
আপনার রাজনৈতিক আদর্শ আপনার সহকর্মীর সঙ্গে না-ই মিলতে পারে। একেক জনের বিশ্বাস, চিন্তাভাবনা একেক রকম হতেই পারে। কিন্তু এ সব বিষয় কাজের জায়গায় আলোচনা করবেন না। এতে পেশাদার সম্পর্ক নষ্ট হতে পারে। একই ভাবে, ধর্মীয় বিশ্বাস সম্পর্কে‌ও আলোচনা না করা ভালো।

নতুন চাকরি খোঁজার কথা
মানুষ সারাজীবন এক প্রতিষ্ঠানে চাকরি করবে না। এটাই স্বাভাবিক। নতুন সুযোগ পেলে অবশ্যই তা লুফে নিতে হবে। কিন্তু নতুন চাকরি ও সুযোগের কথা কখনোই সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন না। কেননা সহকর্মী যতই শুভাকাঙ্ক্ষী হোক, এই ধরনের কথা ফাঁস হয়ে যায়। এই ধরনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেলে সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকুন।

- Advertisement -

Related Articles

Latest Articles