-0.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

মাস্ক বাধ্যতামূলক করছে ইউএইচএন

মাস্ক বাধ্যতামূলক করছে ইউএইচএন
শ্বাসতন্ত্রের অসুস্থতার মৌসুম এগিয়ে আসায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাচ্ছে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক ইউএইচএন

শ্বাসতন্ত্রের অসুস্থতার মৌসুম এগিয়ে আসায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাচ্ছে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক (ইউএইচএন)। ২৮ অক্টোবর থেকে যারা ইউএইচএনে সেবা নিতে আসবেন বা অপেক্ষা করবেন তাদেরকে মাস্ক পরিধান করতে হবে।

হসপিটাল নেটওয়ার্ক তাদের ওয়েবসাইটে এক পোস্টে বলেছে, এটা রোগী, দর্শণার্থী ও কর্মীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে। তবে যেসব স্থানে রোগীরা অসুস্থতার উচ্চ ঝুঁকিতে রয়েছেন সেখানে মাস্ক পরিধান এখনো বাধ্যতামূলক। যদিও লবি এবং ফুড কোর্টে মাস্ক পরিধান এখনো ঐচ্ছিক।
ইউএইচএনের অধীনে যেসব হাসপাতাল রয়েছে সেগুলো হলো টরন্টো জেনারেল হসপিটাল, টরন্টো ওয়েস্টার্ন হসপিটাল, টরন্টো রিহ্যাব, প্রিন্সেস মার্গারেট ক্যান্সার সেন্টার এবং অন্যান্য হাসপাতাল।

- Advertisement -

পোস্টে তারা বলেছে, তাদের নীতিতে মাস্ক পরিধানে এই যে পরিবর্তন আনা হচ্ছে তা শ্বাসতন্ত্রের ভাইরাসের মৌসুমের পরিপ্রেক্ষিতে। ইউএইচএন বলেছে, কোভিড-১৯ ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের দিকে আমরা ঘনিষ্ঠ নজর রেখেছি এবং প্রয়োজন হলে আমাদের নীতিতে সামঞ্জস্যতা আনব।

হসপিটাল নেটওয়ার্ক বলেছে, সব প্রবেশদ্বার, আউটপেশেন্ট ক্লিনিক ও ইনপেশেন্ট ইউনিটসমূহে ইউএইচএন অনুমোদিত মাস্ক পাওয়া যাবে।

সাম্প্রতিক বছরগুলোতে কর্মী সংকটে হিমশিম খেতে হয় হাসপাতালগুলোকে। কর্মীদের মধ্যে অসুস্থতা বিশেষ করে কোভিড-১৯ এবং ফ্লুর মতো শ্বাসতন্ত্রের অসুস্থতার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles