
সাবেক লিবারেল স্বাস্থ্যমন্ত্রী জেন ফিলপটকে নতুন দায়িত্ব দিতে যাচ্ছে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে প্রত্যেক অন্টারিওবাসীকে প্রাইমারি কেয়ারে সংযুক্ত করার বিষয়টি দেখভাল করবেন তিনি।
অন্টারিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে, ২৫ লাখের বেশি অন্টারিওবাসীর পারিবারিরক চিকিৎসকের সুযোগ নেই।
কুইন’স ইউনিভার্সিটির হেলথ সায়েন্স ফ্যাকাল্টির ডিন এবং এর স্কুল অব মেডিসিনের পরিচালক ফিলপট এক বিবুতিতে বলেন, সরকারি অর্থায়নে কাজ করা দলের পারিবারিক চিকিৎসক বা নার্স প্র্যাক্টিশনারের সঙ্গে যাতে অন্টারিওবাসীরা শতভাগ সংযুক্ত থাকতে পারেন সেটো দেখতে চান তিনি।
অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স বলেন, এই লক্ষ্য অর্জনে ফিলপটের চেয়ে বিশ^াসযোগ্য আর কাউকে দেখছেন না তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাইমারি কেয়ার বিষয়ক টিমের চেয়ার হিসেবে ফিলপটের কাজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। সরকার বলছে, প্রাইমারি কেয়ারের একটি আন্তঃপেশাদারি মডেল তিনি তৈরি করবেন। ফ্রন্টেন্যাক, লেনক্স এবং অ্যাডিংটন অন্টারিও হেলথ টিমের সহকর্মীদের সঙ্গে সেটাই করেছেন তিনি।
সরকার বলছে, পরিকল্পনার মধ্যে রয়েছে সপ্তাহান্তে এবং কর্মঘণ্টা শেষে উন্নত সেবা নিশ্চিত করা, পারিবারিক চিকিৎসক ও অন্যান্য প্রাইমারি কেয়ার পেশাজীবীদের ওপর থেকে প্রশাসনিক বোঝা কমিয়ে আনা। সেই সঙ্গে বিশেষজ্ঞ ও ডিজিটাল টুলের মধ্যে সম্পর্ক উন্নত করা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.