-2.6 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

বেশি বেতনপ্রাপ্ত অস্থায়ী বিদেশি কর্মীদের মজুরি বাড়ছে

বেশি বেতনপ্রাপ্ত অস্থায়ী বিদেশি কর্মীদের মজুরি বাড়ছে
বেশি বেতনপ্রাপ্ত অস্থায়ী বিদেশি কর্মীদের মজুরি বাড়ছে

উচ্চ বেতনভুক্ত অস্থায়ী বিদেশি কর্মীদের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি বাড়াতে যাচ্ছে ফেডারেল সরকার। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যাতে অধিক সংখ্যক কানাডিয়ান কর্মী নিয়োগে উৎসাহিত হয় সেজন্যই এই উদ্যোগ।

বিদ্যমান হাই-ওয়েজ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) স্ট্রিমের অধীনে পারমিট পেতে একজন নিয়োগকারীকে অবশ্যই তাদের প্রদেশের গড় মজুরি প্রদান করতে হয়।

- Advertisement -

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, কর্মসংস্থানমন্ত্রী র‌্যান্ডি বয়সোনোল্ট এই ঘোষণা দেবেন। সেখানে প্রাদেশিক ঘণ্টাপ্রতি গড় মজুরির চেয়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

৮ নভেম্বর ধেকে বর্ধিত মজুরি কার্যকর হবে। ইতোপূর্বে আনা টেম্পোরারি ফরেন ওয়ার্কাস প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের উদ্দেশ্য হচ্ছে নিয়োগদাতাদের বেশি সংখ্যক কানাডিয়ান কর্মী নিয়োগে উদ্বুদ্ধ করা।

কানাডায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা বৃদ্ধির সুযোগ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে লিবারেল সরকার। অনেকেই আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে এর একটি সংযোগ খুঁজে পাচ্ছেন।

কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগের কারণেও কর্মসূচিটি সমালোচনার মধ্যে পড়ে। কোনো নিয়োগদাতা প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মী নিয়োগে এলএমআইএর প্রয়োজন। তাদের নিয়োগকৃত পদে যতেষ্ট সংখ্যক কানাডিয়ান কর্মী যে নেই সেটা দেখাতে এটা ব্যবহৃত হয়।

উচ্চ বেতনভুক্ত বিদেশি কর্মীদের ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ২৮ দশমিক ৩৯ ডলার। ন্যুনতম এই মজুরি পরিবর্তিত হওয়ার পর একজন নিয়োগদাতাকে ঘণ্টাপ্রতি মজুরি পরিশোধ করতে হবে কমপক্ষে ৩৪ দশমিক শূন্য ৭ ডলার।

সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এলএমআইএ হাই-ওয়েজ স্ট্রিমের অধীনে ৩৪ হাজারের বেশি কর্মী এর সুবিধাভোগী হবেন। বিদ্যমান যে ওয়ার্ক পারমিট এর ফলে তা প্রভাবিত হবে না। তবে পরিকল্পিত এই পরিবর্তন তাদের কাজ নবায়নের ক্ষেত্রে প্রভাব ফেলবে।

ইমিগ্রেশন, রিফিউজিস আন্ড সিটিজেনশিপ কানাডার আনুষ্ঠানিক উপাত্ত অনুযায়ী, ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৮২০ জন অস্থায়ী বিদেশি কর্মীর পারমিট কার্যকর হয়েছে, ২০১৯ সালের তুলনায় যা ৮৮ শতাংশ বেশি। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৯৮ হাজার ২৫ জন।

অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানোর লক্ষ্যে যোগ্যতার নিয়ম কড়াকড়ি করতে যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে আসন্ন পরিবর্তন তার মধ্যে সর্বশেষ উদ্যোগ। অস্থায়ী বাসিন্দার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীর সংখ্যাও কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে সরকার। এই পরিবর্তনের মধ্যে রয়েছে কিছু খাতে স্বল্প মজুরির কর্মীর সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া। সেই সঙ্গে উচ্চ বেকারত্ব রয়েছে এমন মেট্রোপলিট এলাকাগুলোতে পারমিট বন্ধ করে দেওয়া।

কৃষি খাতে যেসব বিদেশি কর্মী কর্মরত রয়েছে আগের নিয়ম পরিবর্তনের কোনো প্রভাব তাদের ওপর পড়বে না।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles