10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সুন্দরীর প্রেমে পড়েছেন সিরাজ

সুন্দরীর প্রেমে পড়েছেন সিরাজ
ছবি সংগৃহীত

এক সুন্দরী অভিনেত্রীর প্রেমে পড়েছেন ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ সিরাজ। গুঞ্জন রয়েছে অভিনেত্রী মাহিরা শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় তারকা পেস বোলার।

মোহাম্মদ সিরাজ বর্তমানে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলছেন। আইপিএলের আসন্ন নিলামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ধরে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে গুজরাট টাইটানস তাকে ১২.২৫ কোটি টাকায় কিনেছে।

- Advertisement -

ভারতীয় এই তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে নেট দুনিয়ায় জল্পনা চলছে। অনেকেই বলছেন টেলিভিশনের এক অভিনেত্রী ও বিগ বস খ্যাত মাহিরা শর্মার সঙ্গে প্রেম করছেন সিরাজ।

অবশ্য ২০২১ সালে সিরাজের বাগদান সম্পন্ন হয়। সিরাজের ভক্তরা ক্রিকেটার মাহিরা শর্মার ইনস্টাগ্রাম পোস্টকেও এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

২০২০ সালের নভেম্বরে সিরাজের বাবা মহম্মদ ঘাউস মারা যান। তারপর থেকেই তিনি কঠিন দিনযাপন করছিলেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সিরাজ তার মা এবং বাগদত্তাকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন। তার দাবি, মা ও বাগদত্তাই তাকে ব্যক্তিগত জীবনে ওই কঠিন সময়ে ক্রিকেটে মনোযোগী থাকতে সাহায্য করেছেন।

যদিও সিরাজ-মাহিরাকে কখনও একসঙ্গে দেখা যায়নি। তারপরও কিছু অনুরাগী দুইজনের সম্পর্ক নিয়ে বেশ উৎসাহী। দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্ভাবনা নিয়ে তাদের এ উৎসাহ।

ভক্তদের একাংশের মতে, এটা স্রেফ একটা পছন্দের ব্যাপার। তার বেশি কিছু না। মাহিরা শর্মার সঙ্গে তার সাবেক বয়ফ্রেন্ড পারস ছাবরার সম্পর্কটা বিগ বস ১৩ রিয়েলিটি শোতে শুরু হয়েছিল। সেই সম্পর্ক ২০২৩ সালে শেষ হয়ে যায়। মাহিরা পারসকে ইনস্টাগ্রামে আনফলোও করে দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles