5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

খালেদা জিয়া যুক্তরাষ্ট্র যাচ্ছেন, বিরতি লন্ডনে

খালেদা জিয়া যুক্তরাষ্ট্র যাচ্ছেন, বিরতি লন্ডনে - the Bengali Times
খালেদা জিয়া

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে পথিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র যেতে পারেন বিএনপি চেয়ারপারসন। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে।

চিকিৎসা সুবিধাসম্বলিত বিমান ভাড়ার বিষয়ও প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ইতোমধ্যে আঙুলের ছাপ দিয়েছেন। দলের নেতারা জানিয়েছেন দ্রুতই এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য উনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘদিন থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

- Advertisement -

তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। এ ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles