7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

আতিফের কনসার্ট দেখা হলো না শবনম ফারিয়ার, ১ ঘণ্টার মেকআপ বৃথা

আতিফের কনসার্ট দেখা হলো না শবনম ফারিয়ার, ১ ঘণ্টার মেকআপ বৃথা
শবনম ফারিয়া ছবি ফেসবুক থেকে নেওয়া

পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্টে ঢুকতে না পারেননি অভিনেত্রী শবনম ফারিয়া। তবে এটিকে তিনি জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘নতুন অভিজ্ঞতার’ কথা শেয়ার করেন শবনম ফারিয়া।

- Advertisement -

জীবনে সব ধরনের অভিজ্ঞতা দরকার জানিয়ে তিনি লেখেন, ‘আজ একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম।

আর্মি (সেনাবাহিনী) আমাকে বলার পরও কনসার্টে ঢুকতে দেয়নি। ভেতরে লোকজন আছে, জানানোর পরও শবনম ফারিয়াকে কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তার।’

কনসার্টে প্রবেশ করতে না পেরে তিনি লিখেছেন, ‘আর্মি স্টেডিয়ামে পৌঁছতে আমার ৪ ঘণ্টা লেগেছে। শুধু ট্রাফিক কল্পনা করুন।

এখন আমি জানি না নিরাপত্তার বিষয়ে কঠোর হওয়ার জন্য তাদের প্রশংসা করব নাকি কনসার্টে প্রবেশ করতে না পেরে দুঃখ বোধ করব। একটি সুন্দর পোশাক এবং এক ঘণ্টা মেকআপের কী অপচয়?।’

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles