
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আজকাল খুব সহজেই দূর-দূরান্তে যোগাযোগ করা যায়। এমনকি অপরিতরাও বন্ধু হয়ে ওঠে সহজেই। এই মাধ্যমটির মাধ্যমে কখনও কখনও বন্ধুত্ব হয়ে ওঠে পরিণয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মেয়েদের সঙ্গে চ্যাট করতে পছন্দ করেন। তবে এ ক্ষেত্রে বেশকিছু বিষয় মনে রাখতে হবে, না হলে পড়তে পারেন বিপদে।
যেসব বিষয় মাথায় রাখবেন-
১. আইডিতে এড হবার সঙ্গে সঙ্গেই টেক্সট করবেন না। মিনিমাম একমাস আইডি ফলো করবেন। পোস্টে রিএ্যাক্ট কমেন্ট করবেন। যখন মোটামুটি একটা ফেইসভ্যালু ক্রিয়েট হবে একদিন কোন পোস্টের সূত্র ধরে নক দিবেন।
২. মেসেজ করেই ইন্টারভিউ নিতে যাবেন না, শুরুর দিকে যতোটা সম্ভব ফানি কনভারসেশন চালিয়ে যাবেন। মোটামুটি একটা সম্পর্ক হয়ে যাবার পরে আস্তে আস্তে ব্যক্তিগত ব্যাপারে জানার চেষ্টা করবেন।
৩. হাই, হ্যালো, কি করেন, খাইছেন, ঘুমাইছেন ইত্যাদি ফালতু টাইপ কথা কম বলবেন। এতে মেয়েরা বিরক্তবোধ হয়, কথা বলাও বন্ধ করে দিতে পারে।
৪. কোন মেয়ে যদি সদ্য ব্রেকাপ করে থাকে তাহলে তাকে ভালো করে স্বান্তনা দিন। কারণ, ব্রেকাপের পরে যে ছেলে ভালো স্বান্তনা দিতে পারে তার সঙ্গেই পরে ওই মেয়ের প্রেম হয়েও যেতে পারে।
৫. কোন মেয়ে প্রেম করেন কিনা জিঙ্গেস করলে কখনো না বলবেন না। সবসময়ই বলবেন একজনকে ভালোবাসতেন কিন্তু সে অন্য কোন প্রতিষ্ঠিত ছেলে পেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে। এতে করে মেয়েটা আপনার প্রতি সহানুভূতিশীল হবে।
৬. কোন মেয়েকে যখন প্রপোজ করা হয় তখন সে উল্টো প্রশ্ন করে তাকে কেনো আপনার ভালোলাগে? যারা এই প্রশ্নের যতো সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারে তার প্রেম হয় নতুবা হয় না।
৭. মেয়েদের যতো পারেন প্রশংসা করবেন। মানুষ মাত্রই প্রশংসা শুনতে চায়। একটা কালো মেয়েকেও সুন্দর বললে সে মনে মনে খুশি হয়। ছবি দেখলে রুপের প্রশংসা করেন আর ছবি না দেখলে মন-মানসিকতার প্রশংসা করুন।
৮. কোন বিষয়ে ভুলেও কোন মেয়ের সঙ্গে তর্ক জড়াবেন না। সহমত ভাই হয়ে সবকিছুতেই মেয়েটাই সঠিক এমন ভাব নিয়ে চলতে হবে। একবার পটে গেলে তখন সহমত ভাই দ্বিমত ভাইও হয়ে যেতে পারবেন।
৯. ভুলেও কোন মেয়ের সাথে অন্য মেয়ের প্রশংসা করতে যাবেন না। কারণ, মেয়েরা নিজের কাছে অন্য মেয়ের প্রশংসা শুনতে পছন্দ করে না। মেয়ের বান্ধবী বা কাজিন নিয়ে টু শব্দও করবেন না।
১০. বাংলায় মেসেজ টাইপ করবেন। যদি পারেন কবি সাহ্যিতিকদের মতো একটু গুছিয়ে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন। কারণ, মেয়েরা ছেলেদের রূপ সৌন্দর্যের চেয়েও কথার প্রেমে বেশি পড়ে।