
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় জানা গেছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম। তার বাড়ি ময়মনসিংহে।
শনিবার (৩০ নভেম্বর) মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবির সাংবাদিকদের জানান, সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।
তিনি আরও বলেন, ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা না গেলেও মোবাইল ফোনের সূত্র ধরে ওই তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকেকে কে বা কারা নিয়ে গেছে, তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে এ দিন সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে, সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।