-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

মুম্বাইয়ে শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা, দেখে কী করলেন সুহানা

মুম্বাইয়ে শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা, দেখে কী করলেন সুহানা
ছবি সংগৃহীত

শনিবার (৩০ নভেম্বর) মুম্বাইয়ে একটি কনসার্টে পারফর্ম করেছেন ডুয়া লিপা। তার পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা।

দর্শক যখন বুঁদ ডুয়ার পারফরম্যান্সে, ঠিক তখনই মঞ্চে বেজে উঠল তার লেভিটেটিং গানের সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার ‘ও লড়কি জো’ গানটি।

- Advertisement -

ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনই ভাইরাল।

কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠার পাশে নেচেও ওঠেন এই বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ-তারকা। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন আনন্দে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

শাহরুখকন্যা সুহানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও মুহূর্তটি শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন তিনি।

নেটপাড়ায় ডুয়ার এই কীর্তি দেখে যতটা খুশি ততটা অবাকও। স্বভাবতই কেউ ভাবতে পারেননি, যে একজন অপিরিচিত কারো ভাইরাল ‘ম্যাশআপ’ নিজের পারফরম্যান্সের সঙ্গে জুড়ে দেবেন খোদ ডুয়া নিজেই।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। ‘কিং খান’-এর সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, নতুন শর্তে বাঁচতে শিখলাম আমি। আর সেটা ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? যেমন দারুণ সুন্দরী যুবতী উনি, তেমনই সুন্দর তার কণ্ঠস্বর। তার প্রতি অনেক ভালবাসা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles