5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কনেকে কাঁদতে দেখে হাউমাউ করে কাঁদলেন বরও!

কনেকে কাঁদতে দেখে হাউমাউ করে কাঁদলেন বরও!

ছবি সংগৃহীত

বিয়ে প্রতিটি মানুষের জীবনেই একটু সুন্দর মুহূর্ত। শুধু দুটি মানুষের মিলন নয়, বিয়ে দুটি পরিবারকেও এক করে। প্রতিটি মানুষের কাছেও বিয়ে চিরকাল স্মৃতিতে থেকে যাবে। তবে এত আনন্দের মাঝেও একটি বিয়ের ভিডিও সবাইকে আবেগঘন করে দিল। ভিডিওটি ভাইরাল পর পরই সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা ওই বরকে ‘আদর্শ স্বামী’র তকমা দিয়েছে।

‘সোশ্যালশাদি’ হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রামে আপলোড করা আবেগঘন ক্লিপটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখে।

- Advertisement -

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের পরের দিন সকালে একটি জায়গায় বসে রয়েছেন পাত্র-পাত্রী। খুব শিগগিরই বাপের বাড়ি ছাড়বেন নববধূ। সকলে তাদের আশীর্বাদ করছেন। এমন সময় হঠাৎই ডুকরে কেঁদে ওঠেন নববধূ। তাকে শান্ত করার জন্য অনেকেই এগিয়ে আসেন। তার গায়ে-মাথায় হাত বুলিয়ে দেন আত্মীয়রা। তবে সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন পাত্রও। তারও চোখে জল চলে আসে। তিনিও কেদে ফেলেন। তখন কনেকে ছেড়ে বরের দিকে এগিয়ে যান বাকিরা। তার চোখ মুছিয়ে দেন।

ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে: চরমোনাই পীরভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে: চরমোনাই পীর
ভিডিওটির কমেন্ট বক্সে অনেককেই নতুন বরের নরম মনের প্রশংসাও করতে দেখা গেছে। এক জন লিখেছেন, ‘একে বলে বিশুদ্ধ ভালোবাসা। সত্যিই একজন ভালো মানুষের সঙ্গে বিয়ে হয়েছে।’

আরেকজন লিখেছেন, ‘এই ভিডিওটি প্রমাণ করে কনের বিদায় বরের জন্য যেমন আবেগপ্রবণ, তেমনি কনের জন্যও!’

 

- Advertisement -

Related Articles

Latest Articles