
২০১৩ সালে বাংলাদেশ গেমসে সোনা জেতার পর খেলাধুলা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এরপর তিনি খবরে এসেছিলেন ২০১৭ সালে, এক দুর্ঘটনার কারণে। বাড়িতে গ্যাসের চুলা থেকে তাঁর গায়ে আগুন ধরে গিয়েছিল সেবার, দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়েছিলেন।
কিন্তু সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা আজ যে কারণে খবরের শিরোনামে, তা যে কারও জন্যই মেনে নেওয়া কঠিন। মাত্র ৩১ বছর বয়সেই আজ দুপুরে অন্যলোকে পাড়ি জমিয়েছেন সাদিয়া। জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা সাদিয়া আজ দুপুরে ছাদ থেকে লাফ দেন। চট্টগ্রামে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
২০১০ সালে ঢাকায় এসএ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া। সে বছরই কমনওয়েলথ গেমসেও শারমিন রত্নার সঙ্গে মিলে বাংলাদেশকে সোনা এনে দিয়েছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে। দেশকে গর্বে ভাসানো মেয়ের অকালমৃত্যুর খবরে স্তম্ভিত দেশের শুটিং অঙ্গন।
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন ফেসবুকে সাদিয়ার মৃত্যুর খবর জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শুটিং ও ২০১০ এসএ গেমসের স্বর্ণপদক প্রাপ্ত শুটার সৈয়দা সাদিয়া সুলতানা দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও শুটিং পরিবার গভীরভাবে শোকাহত।’