6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

অনৈতিক কাজে লিপ্ত আ.লীগ নেতা-প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক

অনৈতিক কাজে লিপ্ত আ.লীগ নেতা-প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকায় কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং ওই প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মানপাশা বাজার এলাকায় শহিদুলের ঘর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুলের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মানপাশা বাজারের শহিদুলের বাসায় আসেন প্রবাসীর স্ত্রী। রাত গভীর হলেও প্রবাসীর স্ত্রী শহিদুলের বাসা থেকে চলে যাননি। টের পেয়ে স্থানীয়রা ওই বাসা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

- Advertisement -

নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, মানাপাশা বাজার এলাকার শহিদুলের ঘরে গভীর রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজনকে (শহিদুল ও প্রবাসীর স্ত্রী) আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles