8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এবার নাটকে দেখা যাবে সেই ডা. সাবরিনাকে

এবার নাটকে দেখা যাবে সেই ডা. সাবরিনাকে - the Bengali Times
অভিনয়ে ফিরেছেন ডা সাবরিনা ছবি সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর অভিনয়ে ফিরেছেন আলোচিত ডা. সাবরিনা। ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এসকে শুভ ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন। ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটক প্রসঙ্গে সাবরিনা গণমাধ্যমকে বলেন, ‘পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছে, যেভাবে অভিনয় করতে বলেছেন সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়।’

- Advertisement -

তার কথায়, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন। যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিংয়ের জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি।’

উল্লেখ্য, পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা।

- Advertisement -

Related Articles

Latest Articles