6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ইউটিউবে পিস্তল চালানো শিখে প্রেমিকাকে গুলি করে হত্যা করেন তৌহিদ

ইউটিউবে পিস্তল চালানো শিখে প্রেমিকাকে গুলি করে হত্যা করেন তৌহিদ
প্রেমিক তৌহিদ ও নিহত প্রেমিকা শাহিদা ইসলাম রাফা

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যা ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত শনিবার প্রেমিকা শাহিদাকে গুলি করে হত্যা করেন প্রেমিক তৌহিদ।

গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবনাবন্দিতে প্রেমিক তৌহিদ জানান, ইউটিউব চ্যানেলে পিস্তল চালানো শিখে শাহিদা ইসলাম রাফাকে গুলি করে হত্যা করেন তিন।

- Advertisement -

আজ বুধবার সকালে প্রেমিক শাহিদা আক্তার হত্যায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা উপ-পরিদর্শক মো. ইয়াসিন এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনির কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ।

উপ-পরিদর্শক মো. ইয়াসিন জানান, আদালতে স্বীকারোক্তি মূল জবানবন্দিতে তৌহিদ বলেছেন হত্যায় ব্যবহৃত পিস্তলটি গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর ওয়ারি থানা থেকে লুট করেন। পূর্বে অস্ত্র চালানোর অভিজ্ঞা না থাকায় ইউটিউবে ভিডিও দেখে পিস্তল চালানো শিখেন তিনি।

গোয়েন্দা শাখার এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি কেরাণীগঞ্জ ডোবা থেকে উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে। ওয়ারি থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় ওই থানায় দায়েরকৃত মামলায় তাকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হবে। এছাড়া এক্সপ্রেসওয়ে থেকে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর ওই দিন দিবাগত মধ্যরাত ১২ টার দিকে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গত শনিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা-মাওয়ার এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস লেনে গুলিবিদ্ধ অবস্থায় প্রেমিকা শাহিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিদা ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারেরস সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায়। তৌহিদ শেখ তন্ময় ওয়ারীর বনগ্রামের মৃত শফিক শাহর ছেলে।

- Advertisement -

Related Articles

Latest Articles