
চ্যাটজিপিটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের প্রশিক্ষণে কানাডিয়ান গণমাধ্যগুলোর আধেয় ব্যবহার করায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করছে প্রকাশকদের জোট। এই জোটে আছে দ্য কানাডিয়ান প্রেস, টরন্টো স্টার, গ্লোব অ্যান্ড মেইল, পোস্টমিডিয়া এবং সিবিসি/রেডিও-কানাডা।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে আউটলেটগুলো বলেছে, কানাডিয়ান মিডিয়াগুলো থেকে বিপুল পরিমাণ আধেয় ব্যবহার করার মধ্য দিয়ে ওপেনএআই নিয়মিতই কপিরাইট লঙ্ঘন করছে। এসব আধেয় ব্যবহার করে ওপেনএআই লাভবান হচ্ছে। এজন্য তারা অনুমতিও নিচ্ছে না। আবার আধেয়র মালিকদের ক্ষতিপূরণও দিচ্ছে না।
কোম্পানিগুলো বলছে, সাংবাদিকতায় তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এবং তাদের আধেয় কপিরাইট দ্বারা সুরক্ষিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিউজ মিডিয়া কোম্পানিগুলো প্রযুক্তিগত উদ্ভাবনকে স্বাগত জানায়। যদিও সবাইকেই আইন মেনে চলতে হবে এবং মেধাস্বত্ত্ব ব্যবহার হতে হবে ন্যায্য শর্তের ভিত্তিতে।
সাধারণ প্রমপ্টের ভিত্তিতে জেনারেটিভ এআই টেক্সট, ছবি, ভিডিও এবং কম্পিউটার কোড তৈরি করতে পারে। কিন্তু তার আগে সিস্টেমটিকে বিপুল পরিমাণ বিদ্যমান আধেয় পড়তে হয়।
ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, প্রকাশ্যে পাওয়া যায়, এমন উপাত্তের ওপরই প্রশিক্ষিত তাদের মডেল। তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কপিরাইট নীতিমালাগুলো মেনে চলে, যা কোনো কিছুর স্রষ্টার জন্য ন্যায্য এবং উদ্ভাবনের পক্ষে সহায়ক।
কোম্পানিটি বলেছে, নিউজ প্রকাশকদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। এর মধ্যে রয়েছে ডিসপ্লে এবং চ্যাটজিপিটি সার্চের সঙ্গে তাদের আধেয়র লিঙ্ক দিয়ে দেওয়া।
নিউজ আইটলেটগুলোর এ ধরনের মামলা কানাডায় এই প্রথম। যদিও যুক্তরাষ্ট্রে একাধিক পদক্ষেপ চলমান রয়েছে। উদাহরণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস এরই মধ্যে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে।
জেনারেটিভ এআই বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কানাডার কপিরাইট আইন কীভাবে হালনাগাদ করা যায় বর্তমানে তা নিয়ে চিন্তা-ভাবনা করছে ফেডারেল সরকার।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.