
এগলিন্টন ক্রসটাউন এলআরটির ব্যাপারে সুড়ঙ্গের শেষ প্রান্তে হয়তো আলু দেখা যাচ্ছে। মেট্রোলিংক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিল ভারস্টার প্রকল্পের বাড়তি ব্যয় ও দীর্ঘ বিলম্ব নিয়ে বৃহস্পতিবার পর্ষদ সভায় হালনাগাদ তথ্য জানান। সেখানে তিনি বলেন, উদ্বোধনের তারিখ হিসেবে ক্রাউন কর্পোরেশন ২০২৫ সালের দিকে এগোচ্ছে।
ভারস্টার বলেন, নতুন বছরে এগলিন্টন ক্রসটাউন এলআরটির উদ্বোধনের দিকে এগিয়ে যাওয়ায় আমরা উল্লসিত।
শুরুতে প্রকল্পটির উদ্বোধনের নির্ধারিত সময় ছিল ২০২০ সাল। বড় অংকের বিনিয়োগে টরন্টোর পূর্ব ও পশ্চিমকে সংযোগকারী মিডটাউন ট্র্যাকের নির্মাণ শুরু হয় ২০১১ সালে। এ বছরের গোড়ার দিকে ভারস্টার বলেছিলেন, ১৯ কিলোমিটার ট্র্যাকের প্রধান প্রধান নির্মাণ শেষ হয়েছে। কিন্তু সিগন্যাল নিয়ে সমস্যা এখনো রয়ে গেছে।
ভারস্টার তার হালনাগাদ তথ্যে বলেন, লাইনের ৯৫ থেকে ৯৬ শতাংশ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এক সাবকন্ট্রাক্টরের থৈরি সফটওয়্যার ডিজাইন ফ্ল এখনো পরীক্ষা করেননি ক্রুরা। এই সফটওয়্যার নিরাপত্তা ঝুঁকি থৈরি করেছে, যা পরিচালনার জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ক্রসলিংক্স ট্রানজিট সলিউশন্স (সিটিএস), টিটিসি, মেট্রোলিংক্স এবং সাবকন্ট্রাক্টর ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। প্রশিক্ষণ, সফটওয়্যার কোড রেক্টিফিকেশন সম্পন্নের মাধ্যমে আমরা নেটওয়ার্কের নিরাপত্তা অব্যাহত রাখতে চাই। এবং চলতি বছরের শেষ নাগাদ এটা বাস্তবায়ন করা হবে।
ভারস্টার আরও বলেন, ২০২৫ সালের গোড়ার দিকেই লাইন প্রস্তুত হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
মেট্রোলিংক্স এর আগে বলেছিল, লাইনটি পুরোপুরি চালুর তিন মাস শেষ হওয়ার পর তারা উদ্বোধনের তারিখ ঘোষণা করবে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.