ব্ল্যাক ফ্রাইডে সাধারণত বছরের সবচেয়ে ব্যস্ত কেনাকাটার দিন। এমনকি বড়দিনের আগে বক্সিং ডে এবং সুপার সানডেকেও ছাড়িয়ে যায় ব্ল্যাক ফ্রাইডের বিক্রি। বিশ্লেষকরা বলছেন, রিটেইলার এখন দ্রুতই ব্ল্যাক ফ্রাইডের বিক্রি শুরু করছেন। অর্থাৎ, সাইবার মানডে এবং তারও বেশি সময় পর্যন্ত তা চলবে।
রিটেইল বিশ্লেষক ব্রুস উইন্ডার বলেন, এক সময় আমেরিকায় এর উন্মাদনা থাকলেও এখন কানাডাতেও এটি কেনাকাটার প্রধান দিন। এর চল মাত্রই ১৫ বছর। কিন্তু এই সময়ের মধ্যেই এটা ব্যাপক আকার ধারণ করেছে।
উইন্ডার বলেন, রিটেইলাররা এমনকি তাদের সর্বনি¤œ দামের পণ্যগুলো ব্ল্যাক ফ্রাইডের জন্য মজুদ রাখছে না। ক্রেতারা যদি বড় কোনো কেনাকাটার দিনের আগে ডিসকাউন্ট পান তাহলে এটা আর যে সস্তা হবে না সে ব্যাপারে ভালো সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতি, আবাসন ব্যয়, খাদ্য মূল্য এবং জীবনযাত্রার অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় কানাডিয়ানরা এ বছল দর-কষাকষি করতে চাইছেন। যেভাবেই হোক কানাডিয়ানরা ছুটিগুলোতে তাদের খরচ কমিয়ে রাখতে চাইছে।
কোনো ক্রেতা ক্রেডিট বার্ড হাতে অনলাইনে কেনাকাটায় ঝুকলে প্রতারকরাও তার সুযোগ নিতে চাইছে। এটা তারা করছে ভুয়া ওয়েবসাইট ও লিঙ্ক তৈরি করে ক্রেতাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্যোগ হিসেবে। চেক পয়েন্ট সফটওয়্যারের সাইবারনিরাপত্তা বিশেষজ্ঞ জেন আরনেট বলেন, টেক্সট বা ইমেইলে ক্রেতারা যদি কোনো বিশেষ অফার পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে সতর্ক হওয়া উচিত। আপনি যে সামগ্রীটি কিনতে চান তা আপনিই খুঁজে নিন। সামগ্রীটিকেই আপনাকে খুঁজে নেওয়ার সুযোগ দেবেন না।