-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

অনাস্থা প্রস্তাবে এনডিপি নেতার নিজস্ব কথা ব্যবহার করতে চান কনজার্ভেটিভরা

অনাস্থা প্রস্তাবে এনডিপি নেতার নিজস্ব কথা ব্যবহার করতে চান কনজার্ভেটিভরা
আগামী সপ্তাহে লিবারেল সরকারের বিরুদ্ধে হাউস অভ কমন্সে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছেন কনজার্ভেটিভরা সেক্ষেত্রে গুরুত্ব পাবে এনডিপি নেতা জাগমিত সিংয়ের নিজেন কথাই

আগামী সপ্তাহে লিবারেল সরকারের বিরুদ্ধে হাউস অভ কমন্সে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছেন কনজার্ভেটিভরা। সেক্ষেত্রে গুরুত্ব পাবে এনডিপি নেতা জাগমিত সিংয়ের নিজেন কথাই। কারণ, সংখ্যালঘু সরকারের পতনে তারা নিউ ডেমোক্র্যাটদের রাজি করানোর চেষ্টা করে যাচ্ছে।

প্রস্তাবে সিংকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, দেশের বৃহৎ দুই রেল ইয়ার্ড ঘিরে শ্রমিক বিরোধ বাইন্ডিং আরবিট্রেশ আদেশ দেওয়ার ক্ষেত্রে লিবারেলরা কর্পোরেট লোভের কাছে বশ্যতা স্বীকার করেছে।

- Advertisement -

প্রস্তাবে সংসদ সদস্যরা যে এনডিপি নেতার সঙ্গে একমত সে ব্যাপারে ঘোষণা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে হাইস অব কমন্স যে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আস্থা হারিয়েছে সেই ঘোষণা দাবি করেছে।

বৃহস্পতিবার হাউসে সরকারি দলের নেতা কারিনা গোল্ড এক ঘোষণায় বলেন, আগামী সপ্তাহে কনজার্ভেটিভ ও এনডিপির জন্য বিরোধী দিন ধার্য্য করার ব্যাপারে সবরা সম্মতি চাইছেন।

১০ ডিসেম্বরের আগে তাদের নিজেদের প্রস্তাব উপস্থাপনে বিরোধী দলগুলো অতিরিক্ত চারদিন অবশ্যই দিতে হবে। এবং কনজার্ভেটিভরা সরকার অপসারণে সম্ভাব্য সব সুযোগই কাজে লাগানোর অঙ্গীকার করেছে। হাউস অব কমন্সের সিংহভাগ সদস্য যদি অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন তাহলে তাৎক্ষণিক নির্বাচনের সুযোগ তৈরি হতে পারে। অক্টোবর থেকে কোনো অপোজিশন ডে অণুষ্ঠিত হয়নি। কারণ, হাউস ম্যাটার অব প্রিভিলেজ নিয়ে বিতর্কে ব্যস্ত ছিল।

গোল্ডের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, অন্যান্য দলের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় রয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles