-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

কানাডায় রিফিউজি স্পন্সর বন্ধ হলো

কানাডায় রিফিউজি স্পন্সর বন্ধ হলো
কানাডায় রিফিউজি স্পন্সর বন্ধ হলো

কানাডায় private sponsorship of refugees (PSR) প্রোগ্রামটা ২০২৬ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কানাডার ইমিগ্রেশন রিফিউজি এবং সিটিজেনশিপ মন্ত্রণালয়। এই ওয়েবসাইটে নভেম্বর ২৯ তারিখে এক আপডেটে এই তথ্য জানানো হয়েছে।

এখন আপনাদের অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে জানি এই PSRটা আবার কী?  Asylum seek যারা করেছেন তাদের বন্ধ করা হয়েছে কিনা এটা জানার জন্য অনেকেই একেবারে উদগ্রীব হয়ে আছেন। কারণ বর্তমানে কানাডায় asylum seeker এর সংখ্যা প্রত্যাশার চেয়ে বহু গুণে বেড়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই।

- Advertisement -

রিফিউজি দুইভাবে হওয়া যায়।

এক; কানাডায় যে কোনোভাবে এসে সাধারণত সবাই ভিজিট ভিসায় এসে সরাসরি এয়ারপোর্টেই asylum seek করে দেন। দেশের থাকা যাচ্ছে না বা নানা রকম সমস্যা এসব অভিযোগ তুলে এই asylum seek claim করেন। তারপর তো একে একে অনেক কিছু করতে হয়। অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এসব করে শেষ তুলতে ধরেন অনেক বছর সময় লেগে যায়। শেষ ভালো যার সব ভালো আছে না একটা কথা? তো যার শেষ ভালো হয় আর সঙ্গে কপাল ভালো হয় তাদের একটা পজেটিভ নিউজ থাকে। এদেশে থেকে যাওয়ার অনুমতি পান। PR পান। পর্যায়ক্রমে এসব চলতে থাকে। কিন্তু যতটা সহজে আমি উল্লেখ করে দিলাম, বাস্তবতায় কিন্তু ততটা সহজে কাজ হয় না। অনেক অপেক্ষা থাকে। টাকা-পয়সার খরচ তো থাকেই। যদিও সরকার এসব asylum seeker দের মাসে একটা ভাতা দেন, তাদের বাচ্চারা পাবলিক স্কুলে পড়তে পারে। অসুস্থ asylum seeker রা একটু বেশি ভাতা পান ইত্যাদি। এসবের পরেও asylum seekerদের জীবনযাপন বড়োই দূর্বিষহ হয়ে থাকে। কাজ পাওয়া মুশকিল হয়। বাড়ি থেকে টাকা আনা লাগে। এসব কবে অবসান হয় তা কারোর জানা থাকে না। সুতরাং এই হলো এক ধরণের রিফউজি।

এখন আসা যাক PSR বা private sponsorship of refugees টা কী;

এটা হলো কানাডার বাইরে থাকেন যাঁরা, তাঁরা যদি সেই দেশে নিরাপদ না হন, তাহলে কানাডার নাগরিকরা এমন কাউকে বা কোনো পরিবারকে কানাডায় স্পন্সর করতে পারবেন। তবে ঐসব ক্যান্ডিডেটদের বা  refugees under Canada’s refugee and humanitarian program এ থাকতে হবে। আবেদন করার পর এটা এপ্রুভড করবেন কানাডিয়ান ভিসা অফিসার। এসব স্পন্সরশিপে অনেক ক্রাইটেরিয়য়া আছে যা মিট করতে হয়।

ওকে ফাইন। সব ঠিকঠাক মতো হলো। কানাডিয়ানরা বাইরে থেকে রিফিউজি স্পন্সর করে আনলেন। রিজিউজিরাও আসলেন। এখন প্রশ্ন হলো এসব রিফিউজিদের কে ভরণপোষণ দেবে? সরকার? উত্তর হলো জি না।

যেসব কানাডিয়ানরা তাঁদের স্পন্সর করে আনবেন ওনারাই রিফিউজিদের আপ টু ওয়ান ইয়ার পর্যন্ত ভরণপোষণ চালাবেন। তারপর ঐসব রিফিউজিরা PR পান। সিটিজেন হন। মোট কথা শেষমেশ কানাডিয়ান হয়ে যান। এই হলো ঘটনা।

তো হয়েছে কী, এই সুযোগ সরকার আপাতত বন্ধ করে দিয়েছেন। বলা হয়েছে 31 ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত বন্ধ থাকবে। পরে আবার চালু হতেও পারে, নাও হতে পারে সময়ই বলে দেবে।

তবে একটা কথা নিশ্চিত থাকুন, সরকার এইটা দিয়ে রিফিউজি বন্ধ শুরু করেছেন। আস্তে আস্তে সব ধরণের রিজিউজি আবেদন বন্ধের ঘোষণা সরকার দিতে বাধ্য হবেন। তার কারণও রয়েছে।

The Immigration and Refugee Board of Canada says there are over 85,000 pending refugee claims as of the end of October.

বুঝেছেন কী অবস্থায়। ৮৫ হাজার পেন্ডিং হয়ে পড়ে আছে। আরো বাড়তেছে বা বাড়বে। সরকার কীভাবে কী করবেন? শেষে ঘোষণা দেবেন সব শেষ। গো টু হোম নাও।

আর এসব পেন্ডিং কেসও যে সফলতা পাবে তার কোনো গ্যারান্টি নেই।

তারপরেও যাঁরা দেশ থেকে সব শেষ করে asylum seek করার আশায় বুক বাঁধবেন তাঁদের এখনই ভেবে দেখতে হবে জীবনের মানে খুঁজে পাওয়া যাবে কিনা।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles