5.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

এত সুন্দর কেন আপনি, অপু বিশ্বাসকে ভক্তের প্রশ্ন

এত সুন্দর কেন আপনি, অপু বিশ্বাসকে ভক্তের প্রশ্ন
অপু বিশ্বাস

পর্দায় খানিক নীরব হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনও নিত্য নতুন লুকের ছবি আবার কখনও ইঙ্গিতপূর্ণ পোস্টে ভরে ওঠে তার টাইমলাইন। তার অনুরাগী-অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন। আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন লুকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না।

কিছুদিন আগে নতুন মেকওভারে ধরা দিয়েছিলেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে।

- Advertisement -

কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সম্প্রতি কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস।

নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের।

এক নেটিজেন লিখেছেন, ‘নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।’ আবার একজন লেখেন, ‘পরী!’। আরেক নেটিজেন লেখেন, ‘এত সুন্দর কেন দিদি আপনি?’

অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’

- Advertisement -

Related Articles

Latest Articles