-3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন, লাখ টাকা খোয়ালেন মডেল

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন, লাখ টাকা খোয়ালেন মডেল
শিবাঙ্কিতা দীক্ষিত

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন পেয়ে স্তম্ভিত হয়ে যান ভারতীয় মডেল শিবাঙ্কিতা দীক্ষিত। তার নামে নাকি নারী-শিশু ও মাদকপাচারের অভিযোগ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর তাকে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে লাখ টাকা। এভাবে প্রতারক চক্রের সাইবার প্রতারণার শিকার হন তিনি।

পুলিশ জানিয়েছে, আচমকা এ রকম অভিযোগে বিচলিত হয়ে পড়েন মডেল। উদ্বেগ আর দুর্ভাবনায় ধরতেই পারেননি তিনি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন। পুলিশকে ওই মডেল জানিয়েছেন— ‘সিবিআই অফিসার’ তাকে দুই ঘণ্টা নানাভাবে হুমকি ও ভয় দেখাতে থাকেন। টাকা না দিলে হাজতে পাঠানোরও হুমকি দেওয়া হয়।

- Advertisement -

প্রাইভেটকারে এসে শ্রমিককে গুলি, একজনকে গণপিটুনিপ্রাইভেটকারে এসে শ্রমিককে গুলি, একজনকে গণপিটুনি
ভুক্তভোগী মডেলের দাবি অনুযায়ী, ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল তাকে। শেষে নিজেকে বাঁচাতে তাদের দাবিমতো ৯৯ হাজার রুপি দেন। কিন্তু পরে বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তখন পুলিশকে অভিযোগ করেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles