
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নামটা ম্যাজিকের মত। উনার মত একজন নেত্রী আমরা যদি পেতাম, আমার মনে হয় আবার একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম।’
চিকিৎসার উদ্দেশ্যে বেগম জিয়ার বিদেশ গমনের ব্যপারে রেজা কিবরিয়া বলেন, ‘উনি একজন সেনাপ্রধান ও একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, উনার যাওয়ার একটা অধিকার ছিল, অধিকার আছে। সেই অধিকার খর্ব করার কারোর অধিকার নেই। কারোর কাছে এটা গ্রহণযোগ্য না। তো উনি যে গেছেন, এটা খুব ভাল একটা পদক্ষেপ। উনি অবশ্যই যাবেন।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘উনার (বেগম জিয়া) হাজব্যান্ড যা ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেক্টর কমান্ডার, সেনাপ্রধান, প্রেসিডেন্ট- উনার (বেগম জিয়া) যদি যাওয়ার অধিকার না থাকে, কার অধিকার আছে?’
বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, আমি বলতে পারব না উনি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন কি না, এটি উনার ডাক্তারদের বিষয়। তবে, উনি একজন অত্যন্ত সাহসী মহিলা। উনি আসলে বাংলাদেশের জনগণ অনেক খুশি হবে। তবে উনার শারীরিক সক্ষমতা আছে কি না, জানি না।
৫ আগস্টের পর বেগম জিয়ার সাথে সাক্ষাত ও রাজনৈতিক ব্যপারেও কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, উনার সাথে ৫ আগস্টের পর দেখা হয়েছে একবার। প্রায় ৪০ মিনিট আমার ও আমার স্ত্রীর কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ফরেন সেক্রেটারি হিসেবে আমার আব্বার কেমন সম্পর্ক ছিল, সেটি উনি জানতেন। উনি আমার সাথে খুব আন্তরিক। বিএনপি’র সাথে নির্বাচন করায় উনি খুশি হয়েছেন।
তিনি আরও বলেন, ‘উনার অসুস্থতা আমাদের দেশের জন্য অনেক লস হয়ে গেছে। উনার মত নেত্রী আমরা পেলে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম। দেশে ও বিদেশে উনার গ্রহণযোগ্যতা আর কারোর সাথে তুলনা হয় না।’
এসময় রেজা কিবরিয়া বেগম জিয়ার জনপ্রিয়তার ব্যপারে বলেন, উনার জনপ্রিয়তা অনেক উঁচুতে। ২০১৮ সালে নির্বাচনের সময় আমি খেয়াল করতাম কে কখন হাততালি দেয়। তখন দেখতাম যে, বেগম খালেদা জিয়ার নামটা ম্যাজিকের মত। উনার নাম শুনলে জনগণ হাততালি বেশি দিত।
শারীরিকভাবে সুস্থ হলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন কি না, এই প্রত্যাশার ব্যপারে রেজা কিবরিয়া বলেন, না, এগুলো আগে থেকে বলা খুব কঠিন। রাজনৈতিক পরিস্থিতি প্রত্যেক সপ্তাহে বদলে যায়। তখন পরিস্থিতি কি হবে, আমার অবস্থান কি হবে, আমি জানি না। অনেক পার্টির সাথে আলোচনা করছি, আমাদের দল থেকে, আমরা দেখছি কি হয়। তখন দেখা যাবে।