7.6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মুখ খুললেন পলকের শ্যালিকা, দিলেন মঞ্চে ওঠার ব্যাখ্যা

মুখ খুললেন পলকের শ্যালিকা, দিলেন মঞ্চে ওঠার ব্যাখ্যা - the Bengali Times
ছবি সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত শনিবার জনসভা মঞ্চে দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান ওরফে দৃষ্টিকে। এ ধরনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।

ডা. দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজী। এ ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে জেলা বিএনপি।

- Advertisement -

রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন ডা. ফারজানা রহমান। কেন সেদিন মঞ্চে উঠেছিলেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফারজানা রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকালে তার বাসভবন থেকে দূরে চেম্বারে যাওয়ার সময় রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিংড়া কোর্ট মাঠে পৌঁছালে এলাকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন। সেখানেও কিছু স্থানীয় লোকজন তাকে মঞ্চের নিচে চেয়ারে বসতে বলেন। একপর্যায়ে মাইকে তার নাম ঘোষণা করা হলে তিনি মঞ্চে ওঠেন। তবে বিএনপির নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু হলে নেমে যান।

ফারজানা আরও বলেন, তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তার নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে তিনি দলীয় কোনো সুবিধা বা পরিচয় ধারণ করেননি।

তাই বর্তমানে তাকে নিয়ে সব ধরনের আলোচনা-সমালোচনায় তিনি বিব্রত বলে জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles