6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

রাত হলেই নারীকে কুপ্রস্তাব, অতঃপর …

রাত হলেই নারীকে কুপ্রস্তাব, অতঃপর ...
প্রতীকী ছবি

চাকরি দেওয়ার নামে গভীর রাতে এক নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। এর জের ধরে গণপিটুনি খেলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতা। অভিযুক্তকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে থানা ঘেরাও করে বাম ও বিজেপি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগডোগরায়।

অভিযোগ, দিনের পর দিন গভীর রাতে মেসেজ দিতেন অভিযুক্ত। ভুক্তভোগীর কাছে সব জানতে পেরে যুবককে চেপে ধরেন তার বাড়ির লোকজন। মারধরও করা হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতাকে আটক করে থানায় নেওয়া হয়। যদিও মধ্যরাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

সূত্রের খবর, বাগডোগরার একটি কলেজে কর্মচারী হিসাবে কাজ করেন ওই নেতা। তার স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখানেই পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি, শাসকদলের চাপেই অ্যাকশন নিয়েও পিছু হটেছে পুলিশ। এমনকি ভুক্তভোগীর অভিযোগ তুলে নেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে। যদিও এ নিয়ে অভিযুক্তের প্রতিক্রিয়া মেলেনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles